মো: নুরুল হক, দক্ষিণ সুনামগঞ্জ
সুনামগঞ্জের উন্নয়নের রূপকার স্বজ্জন রাজনীতিবিদ আলহাজ¦ এম এ মান্নান পরিকল্পনা মন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর আজ শুক্রবার প্রথমবার আসছেন নিজ নির্বাচনী এলাকা দক্ষিণ সুনামগঞ্জে। ঢাকা থেকে শুক্রবার সকাল ১০ টায় বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। পরে তিনি দুপুর ১১টায় তাকে বিমান বন্দরে গ্রহণ করবেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সহ সুনামগঞ্জ সহ সিলেটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। সেখান থেকে তাকে উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে নেতাকর্মীরা গাড়ী বহরের মাধ্যমে শান্তিগঞ্জ বাজারস্থ মন্ত্রীর বাস ভবন হিজল বাড়িতে নিয়ে আসা হবে। বিকেলে শান্তিগঞ্জ এফআইভিডিবি মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন অংশ নেবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকতে সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রাথমিক শিক্ষা বিভাগের শিক্ষকবৃন্দ। এছাড়াও মন্ত্রীকে বরণ করতে সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহা সড়কে বিভিন্ন স্থানে স্থানে নেতাকর্মীরা তোরণ নির্মাণ করেছেন।