স্টাফ রিপোর্টার::
হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সুনামগঞ্জ সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
অবসর প্রাপ্ত শিক্ষক চন্দন রায়কে আহ্বায়ক ও সাংবাদিক শহীদনুর আহমদকে সদস্য সচিব করে ৩৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার সকালে দৈনিক সুনামকন্ঠের কার্যালয়ে এক মতবিনিময় সভা শেষে এই কমিটি গঠন করা হয়।
চন্দন রায়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা মনির উদ্দিন, প্রভাষক দুলাল মিয়া, সুহেল মিয়া, মির্জা ফারুক ও আজাদ মিয়া, যুগ্ম সদস্য সচিব শিক্ষানবিশ আইনজীবী মনি কাঞ্চন দাস,মোয়াজ্জেম হোসাইন চৌধুরী ইমন, সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, প্রভাষক ফজলুল হক দোলন, প্রভাষক লিটন চন্দ্র সরকার,ফরিদ মিয়া, ইব্রাহিম আলী, ইজ্জত আলী, আব্দুল আলী, শরীফ মিয়া, আব্দুল্লাহ মিয়া, মোশাহিদ মিয়া, মেহেরাজুল ইসলাম, আবু তাহের, রবিন্দ্র দেব, স্বপন দাস, সন্তুষ রায়, উজ্জল দেব, মো.আবু জাকের প্রিন্স, শফিক মিয়া, বিপ্লব কুমার বনিক, মো.শফুকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, শাহিন মিয়া, তোফায়েল আহমদ, মো. মুজিবুর রহমান।
আগামী এক মাসের মধ্যে এই কমিটি একটি পূুর্ণাঙ্গ কমিটি গঠন করবে।