স্টাফ রিপোর্টার::
প্রাথমিক শিক্ষা বিভাগের সংবর্ধনা অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানকে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানিয়েছে দক্ষিণ সুনামগঞ্জ প্রাথমিক শিক্ষা বিভাগ। শুক্রবার বিকেলে দক্ষিণ সুনামগঞ্জ এফআইভিডিবি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে এমএ মান্নানকে বিশালাকৃতির সম্মাননা ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন কালে মন্ত্রী আগামীতে এ ধরনের বাহুল্য থেকে উপস্থিত সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, আগামীতে সংবর্ধনার নামে এ ধরনের বাহুল্য কোন কাজ করা যাবেনা। এখন থেকে এ বিষয়ে সতর্ক থাকবেন। উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি বলেন, আগামীতে সংবর্ধনার আয়োজন করতে হলে হিসেব করে করতে হবে। মানুষের দুর্ভোগ হয়, কাজের ক্ষতি হয় এমন কোন আয়োজন করা যাবেনা। আর অনুষ্ঠানে বাহুল বর্জন করে শাদামাটা আয়োজনের আহ্বান জানান তিনি। মন্ত্রীর এমন ঘোষণায় খুশি হয়েছেন সুধীজন।