সাইফ উল্লাহ ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বাল্য বিয়ের অপরাধে ২ জনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতে। সোমবার বিকেলে স্থানীয় সংবাদের ভিত্তিতে উপজেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা টিটন খীসা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই রায় দেন।
জানা গেছে নির্বাহী কর্মকর্তা বাল্যবিয়ের খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ভীমখালী ইউনিয়নের চান্দের নগর গ্রামে ঘটনাস্থলে ছুটে যান। এ সময় বাল্যবিয়ের সঙ্গে যুক্ত পাশ^বর্তী ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধীন উত্তর বংশীকুন্দা ইউনিয়নের বান্ডা গ্রামের হাজী আবুল হোসেনের ছেলে মিজানুর রহমান (২০) কে আটক করে নিয়ে আসেন তিনি। অপর দিকে চান্দের নগর গ্রামের কামাল হোসেনের কিশোরী কন্যা হাদিছা আক্তার (১৩) হাজী আছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রীকে বাল্য বিবাহ দেওয়ার সময় মেয়ের দাদী মৃত ওয়োরিশ আলীর স্ত্রী জুলেখা বেগম (৬০) কে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যলয়ে হাজির করে ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি করা হয়। পরে এই দু’জনের একজন মিজানুর রহমানকে ৩ মাসের কারাদন্ড ও জুলেখাকে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়। মেয়ের পিতা ও মেয়েকে ১৮ বছর আগে বিয়ে দেবনা বলে অঙ্গীকার নামায় স্বাক্ষর নেন তিনি।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মু. রশিদ আহম্মদ, জামালগঞ্জ থানার এস আই আনোয়ার হোসেন, গণ্যমাণ্য ব্যক্তি আক্তারুজ্জামান। এছাড়াও জেসিছ’র প্রজেক্ট ম্যানেজার রোকন উদ্দিন আহমেদ, কেয়ারবাংলাদেশ জামালগঞ্জ প্রজেক্ট ম্যানেজার বিনয় কৃঞ্জ তালুকদার, দি হাঙ্গার প্রজেক্ট’র ইউসি সাইফ উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।