1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন

ছাতকে উপজেলা চেয়ারম্যান পদে লড়তে চান প্রবাসী আ. লীগ নেতা এনামুল

  • আপডেট টাইম :: শনিবার, ১২ জানুয়ারী, ২০১৯, ১০.৪৭ এএম
  • ১৬৫ বার পড়া হয়েছে

ছাতকে নৌকা প্রতীকে উপজেলা নির্বাচন করতে চান প্রবাসী আওয়ামীলীগ নেতা এনামুল হোসেন ছাতক প্রতিনিধিঃ এখনো চলছে জাতীয় সংসদ নির্বাচনের রেশ। ইত্যবসরে নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে আগামী মার্চে উপজেলা পরিষদের নির্বাচন আয়োজনের। এ ঘোষণায় প্রার্থী হতে আচমকাই তোড়জোড় শুরু করেছেন ছাতক উপজেলা পরিষদের সম্ভাব্য প্রার্থীগণ। চলছে সমর্থকদের সামাজিক মাধ্যম পেইজবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রচার প্রচারণা। প্রথম বারের মতো দলীয় প্রতীকে উপজেলা পরিষদের নির্বাচন হওয়ায় স্ব-স্ব দল থেকে প্রতীক ও মনোনয়ন পাওয়ার জোর তৎপরতা চালাচ্ছেন তারা। ইতিমধ্যে চেয়ারম্যান পদপ্রার্থীরা শুরু করেছেন দৌড়ঝাঁপ। বিএনপিসহ অন্যান্য দলগুলো নীরব থাকলেও নড়েচড়ে বসেছেন আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশীরা। প্রকাশ্যে না হলেও নীরবে তারা চালিয়ে যাচ্ছেন নৌকায় উঠার সব ধরনের চেষ্টা । কে হবেন নৌকার কাণ্ডারি ? তা নিয়ে শুরু হযেছে আলোচনা। দলের শীর্ষ পর্যায়ের নেতারা কার হাতে নৌকার দায়িত্ব দেন তা নিয়ে নেতা-কর্মীদের মাঝে শুরু হয়েছে কানাঘোষা। এতসবের মাঝে ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে আওয়ামীলীগ থেকে নৌকার কাণ্ডারি হওয়ার আশা ব্যক্ত করেছেন সংগঠক কেডিএস এনামুল হোসেন। তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ছাতক উপজেলা শাখার সভাপতি। শিক্ষানুরাগী এনামুল হোসেন দায়িত্বশীল উপজেলার আন্ধারীগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি। আপাদমস্তক স্বচ্ছ রাজনৈতিক ব্যক্তিত্ব, দলের ত্যাগী এই নেতা পারিবারিকভাবেই আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। তাঁর পিতা ছাতক সদর ইউনিয়নের আন্ধারীগাও নিবাসী মরহুম শিক্ষক ও ইউপি সচিব আলহাজ্ব সিরাজুল ইসলামও ছিলেন ব্ঙ্গবন্ধুর একজন আদর্শের লড়াকু সৈনিক। ১৯৯৫সালে গঠিত উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ছাড়াও কেডিএস এনামুল হোসেন বিভিন্ন সময়ে দলের আন্দোলন-সংগ্রামে রাজপথে রেখেছেন সক্রিয় ভুমিকা। তৃণমূল থেকে বেড়ে উঠা সফল যুব সংগঠক, বঙ্গবন্ধু আদর্শিক লড়াই-সংগ্রামেের অগ্রসৈনিক সৌদি প্রবাসী এনামুল হোসেন দেশে বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের সাথে তৃণমূলে অব্যাহত রেখেছেন যোগাযোগ। এলাকার ভোটাদের কাছে তাঁর প্রার্থিতা হওয়ার খবরও বিভিন্নভাবে ছড়িয়ে দিচ্ছেন। নির্বাচনের তফসিল ঘোষিত হলে যথা সময়ে তিনি দেশে আসবেন বলে জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠ একাধিক স্বজন। আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বাসৃতবায়নে জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দীর্ঘদিন দলের জন্যে কাজ করেছি। ছাতক উপজেলাবাসীর সেবক হতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছি। আমি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দলে আমার কর্ম মুল্যায়ন করে ছাতক উপজেলাবাসীর খেদমত করার সুযোগ আমার প্রিয় সংগঠন আমাকে দেবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!