শামছুল আলম আখন্জী, তাহিরপুর::
তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরেরপানি উন্নয়ন বোর্ডের হাওরের ফসল রক্ষা বাঁধের কাজের দায়িত্ব পি আই সি গনকে বুজিয়ে দেয়া হয়েছে।
আজ ১৩/০১/২০১৯ ইং রবিবার সকাল ১১:৩০ টায় তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরের বোয়াল মারার কম্পাট মেন্টালের থেকে শুরু করে শিবরামপুর স্কুল পযর্ন্ত ( ৫৩,৫৪ ,৫৫ ,৫৬ ,৫৭ ,৫৮, ৫৯ )সাতটি পি আই সিকে ০থেকে শুরু করে ৩.৯৮০কিঃমিটার বাধের কাজ বুজিয়ে দেয়া হয়।
উমপজেলায উপজেলা প্রকল্পের বাস্তবায়নের সংখ্যা ৬৬টি, মোট বাজেট ১৩ কোটি ৪১ লক্ষ টাকা প্রায় , কাজের দৈর্ঘ ৫৫ কিঃমিটার।
তাহির পুর উপজেলা হাওরের ফসল রক্ষা বাঁধের কার্যক্রমের দায়িত্ব বুজিয়ে দেওয়ার সময় উপস্তিত ছিলেন শ্রীপুর উঃ ইউনিয়ের আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম ,বদিউজ্জান শান্তু মিয়া শামনূর আখন্জী ,মতিউর রহমান ,মহিবুল সাংবাদিক শামছুল আলম আখন্জী ও পি আই সির সভাপতি সদস্য সচিব ও সদস্য বৃন্দ।