দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি::
দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুক থেকে সংগৃহিত অর্থে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার বিকাল ৩ টায় রাইজিং সান কিন্ডার গার্টেনের মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। দৈনিক সুনামগঞ্জের খবরের দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি ইয়াকুব শাহরিয়ার প্রতি বছরের ন্যায় ফেসবুুকে মাধ্যমে ক্যাম্পেইন চালিয়ে শীতবস্ত্র বিতরণের অর্থ সংগ্রহ করেন। এই সংগ্রকৃত অর্থে তৃতীয় বারের মত শীতার্তের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন- দৈনিক সুনামগঞ্জের খবরের দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি ইয়াকুব শাহরিয়ার, সমাজকর্মী বদরুল আলম, শানুর আলী, আবদুল হাই, জানে আলম, গণমাধ্যমকর্মী আলাল হোসেন, এন এ নাহিদ ও রাইজিং সান কিন্ডার গার্টেনের সহকারি শিক্ষক শাহ নেওয়াজ প্রমুখ।