স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদরের কান্দিগাও থেকে ৪৭ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত আব্দুল জব্বার (৪৫) সুনামগঞ্জ সদর উপজেলার ছমেদ নগর গ্রামের মৃত মো. চান মিয়ার ছেলে। মঙ্গলবার র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান জানান, র্যাব-৯ এর সুনামগঞ্জ ক্যাম্পের র্যাব সদস্যরা লেঃ কমান্ডার ফয়সল আহমদ এর নেতৃত্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর সদস্যদের নিয়ে যৌথ অভিযান পরিচালনা করে। আভিযানে সদর উপজেলার কান্দিগাঁও গ্রামস্থ পাকা রাস্তার উপর থেকে ৪৭ বোতল বিদেশী মদ, মোবাইল সেট ও সিম কার্ডসহ পেশাদার মাদক ব্যবসায়ী আব্দুল জব্বারকে আটক করা হয়। আটককৃত আব্দুল জব্বারকে সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সে মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে।