জাহাঙ্গীর আলম::
হাজারো ছাত্র-ছাত্রী, সচেতন এলাকাবাসী ও স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের সামনে মোহনপুর ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জয়নগর বাজার হাজী গণি বক্স উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই ঘোষণা দেন সদর উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবী। এসময় উপস্থিত সর্বস্তরের জনতা বাল্যবিয়ের বিরুদ্ধে শপথবাক্য পাঠ করেন।
মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লিলু মিয়া, ইউপি সদস্য মো. শামছুন্নুর, ইউপি সচিব জাকির হোসেন প্রমুখ।
প্রধান অতিথি কাইজার মোহাম্মদ ফারাবী বলেন, আজ থেকে এ ইউনিয়ন বাল্যবিয়ে মুক্ত। যারা বাল্যবিয়ের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষনা দেন তিনি।