1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন

দক্ষিণ সুনামগঞ্জে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী, ২০১৯, ৭.৫১ পিএম
  • ১২৭ বার পড়া হয়েছে

মো: নুরুল হক : দক্ষিণ সুনামগঞ্জ
দক্ষিণ সুনামগঞ্জে এফআইভিডিবি’র আয়োজনে, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন’র সহযোগিতায় এফআইভিডিবি সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিদ্যালয়ের সভাপতি মোশাররফ হোসেন জাকির’র সভাপতিত্বে, কিশোর কিশোরী ক্লাবের সভাপতি কামরুল ইসলাম সুমন’র উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন, এফআইভিডিবি’র আইএফএসপি’র আঞ্চলিক ব্যবস্থাপক বজলুর রহমান। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, এফআইভিডিবি’র সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির প্রজেক্ট কর্মকর্তা মহসিন হাবিব। কর্মশালা বক্তব্য রাখেন, নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশেন্দু কুমার দেব, সহকারি শিক্ষক নজিবুর রহমান, সাবেক মেম্বার নুর আহমদ, সমাজসেবী ফয়েজ আহমদ সহ প্রমূখ। এসময় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখতে এফআইভিডিবি সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির পক্ষ থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার বিভিন্ন উপকরণ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বিদ্যালয় পরিচালনা কমিটির হাতে বিতরণ করা হয়। কর্মশালা শেষে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি মোশাররফ হোসেন জাকির ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশেন্দু কুমার দেব।
দক্ষিণ সুনাগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
দক্ষিণ সুনামগঞ্জে শীতার্ত, দুঃস্থ ও অসহায় ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. সফি উল্লাহ। বুধবার রাতে তীব্র শীতের মধ্যে তিনি দক্ষিণ সুনমাগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা বাজার ও জয়কলস ইউনিয়নের সদরপুর ও শান্তিগঞ্জ বাজারে সন্ধ্যা রাতে এসব শীতবস্ত্র বিতরণ করেন। শীতের রাতে ইউএনও’র কাছ থেকে শীতবস্ত্র পেয়ে শীতার্ত মানুষ ইউএনও’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইউএনও মো. সফি উল্লাহ জানান, আমরা যখন বাসাবাড়িতে দামি কম্বল মুড়িয়ে আরামে ঘুমাতে যাই, তখনও অনেক মানুষ কনকনে শীতে বিভিন্ন হাট বাজারে ছিন্নমুল,অসহায় ও গ্রামের হতদরিদ্র মানুষগুলো শীত নিবারণ রাত কাটায়। সেসব অসহায় মানুষদের শীতবস্ত্র দিয়ে তাদের মুখে হাসি ফুঁটাতে পেরে বেশ ভালো লাগছে। এমন আনন্দ ভাগাভাগি সত্যিই এক অন্যরকম অনুভূতি। তাদের কষ্ট কিছুটা লাঘব করা আমার জন্য অনেক আনন্দের বিষয়। শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ,সহ সভাপতি এম এ কাসেম, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ,প্রচার সম্পাদক সফিকুল ইসলাম, উপজেলা ভূমি অফিসের নাজির মো. আবু বক্কর সিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারি মিটু চক্রবর্তী প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!