শামছুল আলম আখন্জী’ তাহিরপুর:
সুনামগন্জ তাহিরপুর উপজেলা শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদে নির্বাচন কমিশনের উদ্যোগে শ্রীপুর উঃ ইউনিয়ন পরিষদের সহযোগীতায় এন আই ডি কার্ড বিতরন অনুষ্টিত হয়।
১৭ই জানুয়ারী বৃহস্পতি বার সকাল ৮:৩০ সময় শ্রীপুর উঃ ইউনিয়ন পরিষদের চেয়ার ম্যান আলহাজ্জ খসরুল আলম শুভ উদ্বোন করেন এন আই ডি কার্ড বিতরন ।
এই সময় উপস্তিত ছিলেন সাংবাদিক শামছুল আলম তাহিরপুর উপজেলার নির্বাচন কমিশনের ডাটা এন্টি অপারেটর আমা রানী পিওন বিপ্লব আখন্জী আওয়ামীলীগ নেতা নাজমুল মিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শান্তু মিয়া শ্রীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য আলী হুসেন আখন্জী ৭নংওয়ার্ডের সদস্য আবুল মিয়া ৬নংওয়ার্ডের সদস্য নুরুল আমীন প্রমুক
এন আই ডি কার্ড বিতরনের পরিবেশ দেখে, আওয়ামীলীগ নেতা শান্তু মিয়া বলেন ,জন বান্ধব সরকার জনগনের যাতে কষ্ট না হয় সেই দিগ বিবেচনা করে প্রতি ইউনিয়নে ইউনিয়নে এন আই ডি কার্ড বিতরন করেছে।
সহযোগীতায় জনতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী,ইউনিয়ন পরিষদের সদস্য ,সচিব গন ও আওয়ীমীগের নেন্ত্রী বৃন্দ ।