স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ শহর সংসদের ২২ তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ যুব ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাড. এনাম আহমেদ।
উদ্বোধনী অধিবেশন শেষে সংগঠনের সভাপতি দুর্যোধন দাস দুর্জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পাপ্পু সরকারের পরিচালনায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. রইসুজ্জামান, জেলা সংসদের সভাপতি তারেক চৌধুরী, কলেজ সংসদের সভাপতি মনির হোসেন দুর্জয়, সহ-সভাপতি আসাদ মনি, সাধারণ সম্পাদক নিমাই সরকার, সাংগঠনিক সম্পাদক আল আমীন, পিরোজপুর জেলা সংসদের সদস্য ইমতিয়াজ আহসান রাফিন প্রমুখ।
আলোচনাসভা শেষে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে সর্বসম্মতিক্রমে গৌতম দাসকে সভাপতি, সজীব পালকে সাধারণ সম্পাদক, আদনান হাবিব রাকিবকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন, সহ সভাপতি সাইফুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক জজ মিয়া, কোষাধ্যক্ষ রাজন দাশ, দপ্তর সম্পাদক রাসেল তালুকদার, শিক্ষা ও গভেষণা সম্পাদক অমিয় পোদ্দার, স্কুল বিষয়ক সম্পাদক মহিতোষ সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৌরভ, ক্রীড়া সম্পাদক সুদীপ বর্মন, সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাফিজা বেগম, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য দুর্যোধন দাস দুর্জয় দাস।