1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন

ছাতকে নৌকা নিয়ে উপজেলা চেয়ারম্যান পদে লড়তে চান ভাইস চেয়ারম্যান লাহিন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ জানুয়ারী, ২০১৯, ৪.৫০ এএম
  • ২৩১ বার পড়া হয়েছে

আজির, ছাতক থেকেঃ
ছাতক উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন ৯০’র দশকের রাজপথের তুখোড় সৈনিক আবু সাদাত মোহাম্মদ লাহিন মিয়া। স্কুল জীবন থেকেই ছাত্রলীগের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেন সাবেক এই ছাত্রনেতা। কলেজ জীবনে সিলেট সরকারি কলেজ হোষ্টেল শাখা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ছিলেন কলেজ শাখার যুগ্ম সম্পাদক। পরবর্তীতে সিলেট জেলা ছাত্রলীগের সদস্য পদে থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামেও গুরুত্বপুর্ণ ভুমিকা রেখেছেন লাহিন মিয়া। উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়কের দায়িত্ব পালনকারী সাবেক এই ছাত্রনেতা রাজনৈতিক অঙ্গনে লাগসই সক্রিয়তায় অর্জন করেন ছাতক উপজেলা যুবলীগের প্রথমে যুগ্ম আহ্বায়ক ও পরে আহবায়ক পদের মতো শীর্ষ পদের নেতৃত্ব দানের গৌরব। পারিবারিকভাবেই বঙ্গবন্ধুর আদর্শের ত্যাগী কর্মী আবু সাহাদাত মোহাম্মদ লাহিন মিয়ার সমাজসেবায়ও রয়েছে খ্যাতি। সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের সুসময়- দুঃসময়ে পাশে থেকে আস্থা অর্জন করে দলের তৃণমূল কর্মীদের সাথে গড়ে তুলেন ব্যক্তিগত সুসম্পর্ক। যার ফল ধরেছে উপজেলা পরিষদের বিগত নির্বাচনে। সাধারন মানুষের কাছে নিজ গ্রহন যোগ্যতা আর দলীয় নেতাকর্মীদের ত্যাগে তিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। নিজেকে দলের নিরলস কর্মী হিসেবে ফুটিয়ে তুলে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমনের কাছেও তৈরি করে নেন আস্থাশীল গ্রহন যোগ্যতা। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও জেলা আওয়ামীলীগের সদস্য আবু সাদাত মোহাম্মদ লাহিনের পরিবারের মহান মুক্তিযুদ্ধেও রয়েছে গুরুত্বপূর্ণ ভুমিকা। চৌকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষানুরাগী লাহিন নতুন বাজার(ধারন) বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতেও রয়েছেন টানা তিনবার সভাপতির দায়িত্বে। লন্ডন আওয়ামীলীগের শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সুজন মিয়া প্রতিষ্টিত চৌকা আরব-তারা শান্তি নিলয়(এতিমখানা)’র প্রাক্তন সদস্যসহ লাহিন মিয়ার রয়েছে সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃত্ততা। এদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিনের নির্বাচনের খবরে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে উচ্ছাস দেখা দিয়েছে। তাদের মতে, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন চেয়ারম্যান পদে নির্বাচন করলে সহজেই জয়লাভ করতে পারবেন। তারা বলেন দলের জন্যে ত্যাগ স্বীকারকারী নেতা লাহিনের রয়েছে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে শুভাকাঙ্ক্ষী নেতাকর্মী। উপজেলা যুবলীগ নেতা সেলিম মিয়া বলেন, আমাদের দাবি, তিনি যেন আওঅমীলীগের সমর্থনে ছাতক উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন করেন। উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আবু সাদাত মোহাম্মদ লাহিন মিয়া বলেন, নেতাকর্মীরা চাচ্ছেন দলীয় সমর্থনে উপজেলা পরিষদে আমি চেয়ারম্যান পদে যেন নির্বাচন করি। আমি নেতাকর্মীদের ভালোবাসাকে সম্মানের চোঁখেই দেখি। দল সমর্থন দিলে অবশ্যই বিপুল ভোটে জয়ী হব।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!