স্টাফ রিপোর্টার::
আমেরিকাপ্রবাসী সাংবাদিক রনেন্দ্র তালুকদার পিংকু সম্পাদিত গণমানুষের নেতা কমরেড প্রসূনকান্তি বরুণ রায় স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন পরিকল্পনামন্ত্রী মন্ত্রী এমএ মান্নান। শুক্রবার রাতে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে গৌরবের মুক্তিযুদ্ধ অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের নিয়ে তিনি স্মারকগ্রন্থটির মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে প্রধান ছিলেন এমএ মান্নান।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, বাঁশতলা সাবসেক্টরের অধিনায়ক লে.ক. এ.এস হেলাল উদ্দিন পিএসসি, এই সাবসেক্টরের সহ-অধিনায়ক লে.ক. আব্দুর রউফ বীরবিক্রম, মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্টের চেয়ারম্যান ড. আবুল আজাদ, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, এডেভাকেট বজলুল মজিদ চৌধুরী খসরু, পৌর মেয়র নাদের বখত, এডভোকেট সালেহ আহমদ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়াকুব বখত বহলুল।
নাগরী প্রকাশন থেকে বেরিয়েছে স্মারকগ্রন্থটি। আসন্ন একুশে বইমেলায় সারাদেশের পাঠকরা বইটি সংগ্রহ করার সুযোগ পাবেন। তাছাড়া রকমারি থেকেও দেশবিদেশের পাঠকরা বইটি সংগ্রহ করতে পারবেন।