বিশেষ প্রতিনিধি::
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, আমাদের সরকার হাওরের উন্নয়নে আন্তরিক। হাওরে আমরা আধুনিক জীবন নিয়ে আসব। তবে এখানকার প্রকৃতি ও নৈসর্গিক দৃশ্যকে আমরা নিয়ন্ত্রণ করে কোন উন্নয়ন চাইনা। মন্ত্রী হাওরাঞ্চলের সাধারণ মানুষের নিরাপদ পানি ও স্যনিটেশন ব্যবস্থার উন্নয়নের জন্য ডিপিপি তৈরি করে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানোর জন্য স্থানীয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীকে নির্দেশ দেন। এছাড়া দেশের তৃতীয় মৎস্য হ্যাচারি শান্তিগঞ্জ মৎস্য হ্যাচারি উন্নয়নে প্রকল্প তৈরির জন্যও আহ্বান জানান।
রবিবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত উন্নয়ন সুনামগঞ্জের ভাবনাবিষয়ক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ বক্তব্য দেন। এছাড়াও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, স্থানীয় সরকারের উপ-পরিচালক এমরান হোসেন, সিভিল সার্জন আশুতোষ দাস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালা, উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতীক, হাজী আবুল কালাম, নিগার সুলতানা কেয়া, পাউবোর নির্বাহী প্রকৌশলী খুশিমোহন সরকার, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমেদ, এডভোকেট শফিকুল আলম, কৃষক নেতা অমরচাদ দাস, মুক্তিযোদ্ধা শফিকুল আলম, প্রফেসর পরিমল কান্তি দে, সাংবাদিক পঙ্কজ দে, শামস শামীম প্রমুখ।