মো: নুরুল হক, দক্ষিণ সুনামগঞ্জ
পুলিশ এবং জনগণের স¤পর্ক আরো সুদৃঢ় করার লক্ষে পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ পালন করেছে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ। এ উপলক্ষে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরীর দিক নির্দেশনায় এক বনার্ঢ্য র্যালীর আয়োজন করা হয়। রবিবার,সকাল ১১ টায় র্যালীটি দক্ষিণ সুনামগঞ্জ থানা প্রাঙ্গণ থেকে বের হয়ে শান্তিগঞ্জ বাজারের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে পুনরায় দক্ষিণ সুনামগঞ্জ থানায় গিয়ে শেষ হয়। র্যালী পরবর্তী পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে শান্তিগঞ্জ বাজারে লোকজনদের মাঝে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়। র্যালীতে অংশগ্রহণ করেন-দক্ষিণ সুনামগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক অভিজিৎ সিংহ,এসআই জগৎজ্যোতি চৌধুরী, এসআই নুরুল ইসলাম, এসআই লোকমান হোসেন খাঁন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ স¤পাদক মো. নুরুল হক, এএসআই জিয়াউর রহমান, জাকির হোসেন,পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক আব্দুল বাছিত সুজন, ইউপি সদস্য হারুন মিয়া, ইউপি সদস্য নুর আহমদ,বিধুর চন্দ্র দাস,নুরুল আমীন অন্যান্য সদস্যগণ, কমিউনিটি পুলিশিংয়ের সদস্যবৃন্দ।