বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণে গঠিত পিআইসিতে অনিয়ম, অপ্রয়োজনীয় বাঁধ নির্মাণ বন্ধ ও বিভিন্ন বাঁধে প্রয়োজনের অতিরিক্ত বরাদ্দ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে হাওর বাচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন। মঙ্গলবার দুপুরে শহরের আলফাত উদ্দিন স্কয়ারে অনুষ্ঠিত মানববন্ধনে শাল্লা উপজেলার কৃষকরসহ সুনামগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় সুধীজনও অংশ নেন। বক্তারা অবিলম্বে অনিয়ম দুর্নীতি বন্ধের দাবি জানান।
হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন হাওর বাচাও সুনামগঞ্জ বাচাও আন্দোলনের সভাপতি মুক্তিযোদ্ধা এডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু, সহ সভাপতি মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সালেহিন চৌধুরী শুভ, জয়ন্ত সেন, কৃষক রুহুল আমীন, মুক্তিযোদ্ধা নিখিল চন্দ্র সরকার, হাফিজ উদ্দিন, মখদুদ আহমেদ, আব্দুল ওয়াহাব, অবনি সরকার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদ সদস্য, মানব চৌধুরী, সহসভাপতি সুখেন্দু সেন, বীর মুক্তিযোদ্ধা মালেখ হোসেন পীর, প্রদীপ পাল, স্বপন কুমার দাস, সুনামগঞ্জ পৌর সভার সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট মনিষ কান্তি দে মিটু, কাউন্সিলন শেলী চৌহান, সাংবাদিক ও আল-হেলাল প্রমুখ।