মো: নুরুল হক, দক্ষিণ সুনামগঞ্জ
বিজয় সমাজ কল্যাণ সংস্থার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দক্ষিণ সুনামগঞ্জে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় অরাজনৈতিক সামাজিক সংগঠন বিজয় সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে উপজেলার জয়কলস ইউনিয়নের নোয়াখালী বাজারে বর্ণাঢ্য র্যালী পরবর্তী নোয়াখালী ইনাম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে বিজয় সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মনোয়ার হোসেন হিমেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সালেহ জনির পরিচালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম জহুর,উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি প্রভাষক নুর হোসেন,নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি উপজেলা আওয়ামীলীগ নেতা জিএম সাজ্জাদুর রহমান,নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সিলেট মহানগর যুবলীগ নেতা মোশাররফ হোসেন জাকির,সুরমা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম,নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান প্রধান শিক্ষক বিসেন্ধু কুমার,সহকারী শিক্ষক নজিবুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ,সাধারণ সম্পাদক মো: নুরুল হক,উপজেলা যুবলীগের সহ সভাপতি জুবেল আহমদ,স্বাগত বক্তব্য রাখেন সংস্থার প্রধান সদস্য ও সাবেক সভাপতি ফরিদ আহমদ, আরও বক্তব্য রাখেন সংস্থার সহ সভাপতি জিলাল আহমদ,যুগ্ন সাধারণ সম্পাদক শামীম আহমদ,রিংকু চন্দ্র শীল,সদস্য সুলতান আহমদ। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সহ সভাপতি ফজল মিয়া,সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া,সাহিত্য সম্পাদক আক্তার হোসেন, দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম জয়,ছাত্র বিষয়ক সম্পাদক জুনাক আহমদ,সদস্য রহমত আলী, আকিক সহ প্রমুখ।