স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি (এস-১২০৬৮) নেতৃবৃন্দ শিক্ষকদের বিভিন্ন দাবি ধাওয়া নিয়ে বুধবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সুনামগঞ্জ কমিটির নেতৃবৃন্দ সহকারি শিক্ষকদের বেতন গ্রেড প্রধান শিক্ষকের পরবর্তী গ্রেডে উন্নীতকরণসহ নানা দাবি উত্থাপন করেন। তাছাড়া, বহুল আলোচিত ‘সহকারি প্রধান শিক্ষক’ পদের বিষয়ে সহকারি শিক্ষকদের আপত্তি রয়েছে বলে মন্ত্রীকে অবগত করেন তারা।
নেতৃবৃন্দ নন ডিপার্টমেন্ট ঘোষণা, প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য সৃষ্ট পদে শিক্ষকদের বদলি বিষয়টি স্পষ্টীকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
প্রতিমন্ত্রী দীর্ঘক্ষণ মনোযোগ সহকারে শিক্ষকদের দাবির কথা শুনেন এবং বিষয়টি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর ইতিবাচক মনোভাবের কথা জানান। তিনি নির্বাচনকালীন সময়ে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির ভূমিকার কথা স্মরণ করিয়ে তাদের ধন্যবাদ জানান।
এই সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির (এস-১২০৬৮) উপদেষ্টা তাঁতিলীগ ঢাকা মহানগর (দক্ষিণ) এর সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম সোহেল, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি রাজেশ মজুমদার, সিনিয়র সহ সভাপতি গোফরান মোস্তফা, যুগ্ন সম্পাদক আবদুল কাদের জিলানী, সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক প্রণব মিঠুসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে নেতৃবৃন্দ সড়ক ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করে একই দাবি জানান।