1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৫১ অপরাহ্ন

সব্যসাচী লেখক ও কবি সৈয়দ শামসুল হককে নিয়ে মুক্তাদীর আহমদ মুক্তার কবিতা: সব্যসাচীর প্রস্থান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬, ৩.৩৩ এএম
  • ৬৫৯ বার পড়া হয়েছে

কবিতার দেশে কবির রাজকীয় প্রস্থান
মমতাময়ী রাষ্ট্রে শুভবোধের উল্থান।

সৃস্টিময় জীবন ঢেকে যায় প্রেমময় আবেশে
জীবন শিল্পি তিনি, জীবন জয়ী কবি।

পায়ের আওয়াজ পাওয়া না গেলেও
পরানের গহীন ভেতর থেকে শ্রদ্ধা কমবে কি?

জেগে ওঠে মানুষ,শোকে ভালোবাসায়
কবিত্ব শক্তির কাছে হার মানে কর্কট সময়।

চির আধুনিক চিরঞ্জীব তুমি
অফুরান প্রাণশক্তির প্রণীত জীবন।

দেশমাতৃকা আর স্বাদেশিকতার ভাস্কর
সাহসী কন্ঠে প্রগতির উচ্চারণ।

স্থগিত হয়ে যায় প্রধানমন্ত্রীর জন্মোৎসব
সব্যসাচীর চিরপ্রস্থান যে হৃদকমলের মন্থন।

সবুজ ধানক্ষেতে সাদা পরিধানে
ঘুমাও কবি শান্তির আবাহনে।

মানুষের জাগৃতি, কবির আহবানে
মানুষের মুক্তি নূরলদীনের জীবনে।

খেলারাম খেলে যায়,কবি ঘুমায়
জাগো বাহে কোনঠে সবাই।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!