স্টাফ রিপোর্টার::
দেশের গণমাধ্যমগুলোর মধ্যে চলছে প্রতিযোগীতা। প্রতিবেদন সম্পাদনের দৌড়ে গতানুগতিক ধারার সংবাদ প্রকাশের বাইরে দু একটি ছাড়া সব সংবাদপত্রই যেনো একই কৌশলে পাঠক ধরে রাখার চেষ্টায়। ইতিমধ্যেই বাজারে এসেছে আরও কিছু সংবাদপত্র। এই পরিসরে ইতিবাচক ও বস্তুনিষ্ট সাংবাদিকতার অঙ্গীকারে মার্চ মাসেই বাজারে আসছে আমিন মোহাম্মদ গ্রুপের জাতীয় দৈনিক ‘ সময়ের আলো’। প্রতিশ্রুতিশীল সাংবাদিক রফিকুল ইসলাম রতন সম্পাদিত এই পত্রিকা ২মার্চ বর্ধিত কলেবরে যাত্রা করবে। আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেডের মাধ্যমে গণমাধ্যমটির সকল কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। দেশের সকল অঞ্চলে নিয়োগ দেয়া হয়েছে পেশাদার সংবাদকর্মীদের। এই প্রক্রীয়ার অংশ হিসেবে হাওর জনপদ সুনামগঞ্জ জেলার দায়িত্ব পেয়েছেন তরুণ সংবাদকর্মী মো. আমিনুল ইসলাম। গত ২০ জানুয়ারি আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড তাকে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রদান করে। ৩১ জানুয়ারি সম্পাদক রফিকুল ইসলাম রতন স্বাক্ষরিত নিয়োগপত্র সুনামগঞ্জে এসে পৌছেছে। মো. আমিনুল ইসলাম গণমাধ্যমটিতে সুনামগঞ্জ জেলার প্রতিনিধিত্ব করার সুযোগ সৃষ্টিতে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সহযোগিতা প্রত্যাশা করেছেন। তিনি এর বাইরেও বর্তমানে সংবাদ ভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি জেলার ২৪ঘন্টা সংবাদ ভিত্তিক অনলাইন গণমাধ্যম সুনামগঞ্জ২৪.কম এর প্রধান সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন। তরুণ এই সাংবাদিক বিগত সময়ে দৈনিক সুনামকণ্ঠ’র অপরাধ বিষয়ক বিভাগের প্রধান প্রতিবেদক, জাতীয় দৈনিক ভোরেরপাতা’র জেলা প্রতিনিধি, বাংলামেইল২৪.কম এর জেলা প্রতিনিধি, সুনামনিউজ.কম এর সম্পাদক, স্থানীয় সাপ্তাহিক গ্রাম বাংলার কথা’র বার্তা প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সংবাদ সংক্রান্ত বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা যাবে ০১৭১০০৪৩২৬৭হটলাইনে।
ই মেইল করতে পারেন ধসরহঁষ৪৮৭@মসধরষ.পড়স এ।