রাজন চন্দ:: তাহিরপুর
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের কোন ধরনের সিদ্ধান্ত দিতে পারে নি তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ।
পরে সিদ্ধান্তহীনতা থেকে মুক্তি পেতে প্রার্থীদের তালিকা প্রনয়নে জেলা কমিটির নিকট ছেড়ে দেন উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীল নেতৃবৃন্দরা।
জানা যায়,উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ জেলা ও উপজেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বশীল ব্যাক্তিরা মনোনয়ন চাওয়ায় এমন সিদ্ধান্তহীনতায় পরেছেন উপজেলা আওয়ামীলীগ।
গত মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আলী মুর্তজা। বর্ধিত সভায় উপজেলা আ:লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।
ঐ দিন দুপুর পর্যন্ত সভায় আ:লীগের মনোনয়ন পেতে জেলা ও উপজেলার ১০ নেতা দলীয় মনোনয়ন চেয়ে তাদের জীবন বৃত্তান্ত দাখিল করেন।
চেয়ারম্যান প্রার্থীরা হলেন, তাহিরপুর উপজেলা আ’লীগের সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন খান, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা আ’লীগের উপদেষ্টা আব্দুছ ছোবাহান আখঞ্জি, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক অমল কান্তি কর, সুনামগঞ্জ জেলা আ’লীগের সমবায় ও কৃষি বিষয়ক সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুল, তাহিরপুর উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম আখঞ্জি,তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনুপম রায়,বাদাঘাট ইউনিয়ন আ,লীগের যুগ্ম আহবায়ক মুজিবুর তালুকদার।
আ:লীগের মনোনয়ন পেতে ১০ নেতা জীবন বৃত্তান্ত দাখিল করায় বেকায়দায় পরে উপজেলা আওয়ামী লীগ। পরে জেলা নেতৃবৃন্দের নিকট সিদ্ধান্তের দায়িত্ব দেওয়া হয়।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আলী মুর্তজা জানান, সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বেশ ক,জন মনোনয়ন চাওয়ায় জেলা নেতৃবৃন্দের সাথে সমন্বয় করেই তালিকা প্রনয়নের কাজ করা হবে।