সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সদর ইউনিয়নের লালপুর বাজারে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার বিকেলে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়। জানাযায়, আসন্ন জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী এস এম মোর্শেদ তালুকদার মনু এর মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ইনসানপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তি মো. সুলেমান মিয়া, লালপুর গ্রামের আব্দুর রাজ্জাক তালুকদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য মো. শুকুর আলী, সাবেক মেম্বার খয়েজ আলী, গণ্যমান্য ব্যক্তি আব্দুল ওহাব তালুকদার, নজরুল ইসলাম, মুকবুল হোসেন, আমির আলী, তোতা মিয়া, সুরুজ আলী, শুকুর আলী, ব্যবসায়ী কামাল তালুকদার, আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা কাজী গোলাম কিবরিয়া, আওয়ামীলীগ নেতা জাকির হোসেন প্রমূখ। লালপুর, লক্ষীপুর, উমেদ পুর, ঝুনুপুর, মাসুমপুর, ইনসান পুর গ্রামের বিভিন্ন পেশাজীবী মানুষের সর্ব সম্মতি ক্রমে ভাইস চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী হিসেবে এস এম মোর্শেদ তালুকদার মনুকে সমর্থন করেন।