1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৫১ পূর্বাহ্ন

তাহিরপুরে প্রথম রবিদাস সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৯, ৪.০০ পিএম
  • ৩২৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ অনগ্রসর রবিদাস জনগোষ্ঠীর আর্থ সামাজিক, সাংস্কৃতিক ও জীবনমান উন্নয়ন এবং মানবাধিকার সুরক্ষায় ১১ দফা দাবিতে তাহিরপুরে প্রথম রবিদাস সম্মেলন অনুষ্টিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা পাবলিক লাইব্রেরিতে তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম প্রথম তাহিরপুর উপজেলা রবিদাস সম্মেলের উদ্বোধন করেন। সম্মেলনে উদ্বোধনী স্বাগত বক্তব্য রাখেন যতন রবিদাস।
বাংলাদেশ রবিদাস ফোরাম তাহিরপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সম্মেলনে বিশিষ্ট ব্যবসায়ী শ্রী কচু রবিদাসের সভাপতিত্বে ও মনজিৎ রবিদাসের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সংগঠনের প্রতিষ্ঠাতা মহাসচিব বাংলাদেশ রবিদাস ( বিআরএফ) শিপন রবিদাস। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সহ সভাপতি রবিদাস মিলন রবিদাস। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রবিদাস কেন্দ্রীয় কমিটির আতœর্জাতিক বিষয়ক সম্পাদক সুভাষ রবিদাস, তাহিরপুর সদর ইউপির ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ কামাল হোসেন, ৬নং ওয়ার্ডের মেম্বার প্রদীপ দাস, দলিত পরিষদ সুনামগঞ্জ সদস্য শ্রী মানিক চাঁন রবিদাস, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা রবিদাস সমাজ কল্যান সংগঠনের সভাপতি শ্রী ধনাই রবিদাস, দিরাই রবিদাস সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি রুহিত রবিদাস, জহর লাল রবিদাস, রং লাল রবিদাস প্রমুখ।
সম্মেলনের সার্বিক সহযোগিতা ও পৃষ্টপোষকতা করেন জহর লাল রবিদাস। এ সময় বক্তাগণ অবিলম্বে গেজেটে রবিদাস জনগোষ্টিকে সাংবিধানিক স্বীকৃতি, দেশের সকল শিক্ষা সরকারি প্রতিষ্টান ও পাবলিক বিদ্যালয় গুলোতে রবিদাস শিক্ষার্থীদের ৫ ভাগ সংরক্ষিত আসনের ব্যবস্থা, সরকারি খাস জমি, জমিদারী খাস জমি, পরিতাক্ত জমিতে দীর্ঘ দিন যাবত বসবাসরত ভিটা দখলী শর্তে রবিদাসদের মাঝে চিরস্থায়ী বন্দোবস্থ প্রদান, রবিদাসদের নিজস্ব ধর্মচচার জন্য প্রত্যেকটি জেলা উপজেলায় রবিদাস মন্দিরস্থাপন, ভাষা, সাংস্কৃতি ও প্রথার সংরক্ষণ, বিকাশ ও প্রসারে রষ্ট্রীয় পৃষ্টপোষকতা, অনুদান, ভাতা, ত্রাণসামগ্রী বিতরন, চাকুরিতে ৫ভাগ কোটা প্রণয়ন ও বাস্থবায়নসহ ১১টি দাবি বাস্তবায়নের দাবি জানান।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!