দিরাই প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলায় দুই শতাধিক চিহ্নমূল শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সুনামগঞ্জের বিদায়ী জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের অর্থায়নে খেলাঘর সুনামগঞ্জের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। সকাল ১১ ঘটিকায় দিরাই উপজেলা খেলাঘর’র আয়োজনে সংগঠনের কার্যালয়ে খেলাঘর’র উপদেষ্টা সুধা সিন্ধু দাসের সভাপতিত্বে, উপজেলা খেলাঘর’র যুগ্ম আহবায়ক হিল্লোল পুরকায়স্থ ও সদস্য সচিব প্রশান্ত সাগর দাসের যৌথ পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা খেলাঘর’র সভাপতি, দৈনিক সুনামকন্ঠ সম্পাদক বিজন সেন রায়, সম্পাদক মন্ডলীর সদস্য প্রভাষক দুলাল মিয়া, উপজেলা খেলাঘর উপদেষ্টা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, যুগ্ম সম্পাদক আবু হানিফ চৌধুরী, উপজেলা খেলাঘর আহবায়ক প্রদীপ দে, যুগ্ম সদস্য সচিব মোশাহিদ আহমদ, প্রীতিডোর খেলাঘর আসর সভাপতি ঝর্ণা রানী দাস, সদস্য আফাজ মিয়া, চম্পা রানী দাস, মৌসুমী রায় প্রমুখ। বেলা ৩টায় শাল্লায় জেলা পরিষদ ডাক বাংলায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেলাঘর শাল্লা উপজেলা শাখার সভাপতি কানন বালা দাস, সদস্য সচিব এডভোকেট দীপু দাসসহ সংগঠনের সদস্যবৃন্দ। বক্তারা তাঁদের বক্তব্যে বিদায়ী জেলা প্রশাসক সাবিরুল ইসলামের এমন মহতী কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে সমাজসেবামূলক এসব কর্মকান্ড অব্যাহত রাখার জন্য উনার প্রতি আহবান জানান।