স্টাফ রিপোর্টার::
পৌর মেয়র আয়ূব বখত জগলুলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত স্মরণসভায় মানুষের ঢল লক্ষ্য করা গেছে। শনিবার দুপুর থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে ছুটে আসেন। বুকে শোকব্যাজ ধারণ করে তারা যোগ দেন স্মরণসভায়। মাঠে এসে সবাই নড়াচড়া না করে ঠায় বসে থাকেন। বেলা সোয়া চারটায় সভা শেষ হওয়া পর্যন্ত তারা মাঠে পিনপতন নিরবতা নিয়ে বসে থাকেন। অতিথিদের বক্তব্য শুনে মাঠ ত্যাগ করেন নেতাকর্মীরা।
বেলা দেড়টা থেকেই জেলার বিভিন্ন এলাকার নেতাকর্মীরা শোকর্যালি দিয়ে শহরে প্রবেশ করেন। তারা বুকে কালো ব্যাজ ধারণ করে, ফেস্টুন নিয়ে মাঠের দিকে ছুটে আসেন। শেষে স্মরণসভায় মিলিত হন। তবে অনেকে আয়ূব বখত জগলুলের জীবনের স্মৃতি রোমন্থণ না করতে না পেরে কষ্ট পেয়েছেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান মানুষের উপস্থিতি দেখে তাদেরকে ধন্যবাদ জানিয়ে মেয়র জগলুলের আতœার শান্তি কামনা করে তার অসমাপ্ত স্বপ্নপূরণে তিনি উদ্যোগ নিবেন বলে জানিয়েছেন।
স্মরণসভায় সাংবাদিক রনেন্দ্র তালুকদার পিংকু ও শামস শামীম সম্পাদিত আয়ূব বখত জগলুল স্মারগ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।