বিশেষ প্রতিনিধি::
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, আমাদের সরকার কথায় নয় কাজে বিশ্বাস করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছেন, ‘কম কথা বলুন, বেশি কাজ করুন’। আমরা সেই নীতিতেই এগুচ্ছি। আপনাদের ওয়াদা দিচ্ছি সরকার কথায় নয় দেশের জন্য কাজ করে দেখাবে। মন্ত্রী শনিবার বিকেলে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে সুনামগঞ্জ পৌরসভার প্রয়াত মেয়র আয়ূব বখত জগলুলের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সুনামগঞ্জ পৌরসভা আয়োজিত এই নাগরিক শোকসভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র নাদের বখত। এডভোকেট আক্তারুজ্জামান সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত নাগরিক শোকসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট শামছুন্নাহার রব্বানী শাহানা, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, প্রফেসর পরিমল কান্তি দে, এডভোকেট আপ্তাব উদ্দিন, এডভোকেট আবুল আলী সাজ্জাদ হোসাইন, মুক্তিযোদ্ধা আলী আমজাদ প্রমুখ।
স্মরণসভায় প্রধান অতিথি এমএ মান্নান আরো বলেন, আয়ূব বখত জগলুল ছিলেন অসাম্প্রদায়িক মানুষ। সকল ধর্মের মানুষকে তিনি শ্রদ্ধা করতেন। এরকম আমাদের নেত্রীও অসাম্প্রদায়িক। শেখ হাসিনা সকল ধর্মের মানুষকে সমান চোখে, সমান মর্যাদায় প্রতিষ্ঠা করতে চান। আমরা ওয়াদা করছি শেখ হাসিনার নেতৃত্বে আমরা সকল ধর্মের মানুষ এই দেশে সমান মর্যাদা ভোগ করবে। মন্ত্রী বলেন, আয়ূব বখত জগলুল পৌর শহর উন্নয়নের চেষ্টা করেছেন। তিনি স্থায়ী উন্নয়নের কাজ করে প্রশংসিত হয়েছেন। তিনি আরো কিছু কাজের স্বপ্ন দেখছিলেন। তার অপূরণীয় স্বপ্নগুলো স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে প্রকল্প করে পরিকল্পনা মন্ত্রণালয়ে নিয়ে যাওয়ার জন্য বর্তমান পৌর মেয়র নাদের বখতকে আহ্বান জানান। তিনি বলেন, শেখ হাসিনা গত মঙ্গলবার একনেক বৈঠকে আমাকে বলেছেন, আপনারা ভাটির অঞ্চলের গরিম মানুষ। হাওরের মানুষের জন্য আরো প্রকল্প নিয়ে আসুন। হাওরের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সব বিষয়ে প্রকল্প নিয়ে আসুন, আমি এগুলো পাশ করব। তিনি বলেন, মানুষের কল্যাণের জন্য, নারীদের জন্য, বয়ষ্ক মানুষের শেখ হাসিনা কাজ করছেন। এ ক্ষেত্রে টাকা কোন সমস্যা নয় বলে মন্তব্য করেন মন্ত্রী।
মন্ত্রীর বক্তব্যের শুরুতে আয়ূব বখত জগলুল নিয়ে সাংবাদিক রনেন্দ্র তালুকদার পিংকু ও শামস শামীম সম্পাদিত স্মারগ্রন্থের মোড়ক উন্মোচন করেন।