দিরাই প্রতিনিধি:
দিরাইয়ে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। যুগান্তরের ২০ বছরে পদার্পন উপলক্ষ্যে যুগান্তর স্বজন সমাবেশ দিরাই উপজেলা শাখার উদ্যোগে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার বেলা সাড়ে ১১টায় শোভাযাত্রাটি থানা পয়েন্টস্থ দিরাই প্রেসক্লাবের সামন থেকে বের হয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে দিরাই প্রেসক্লাব কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি দিরাই সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক রফিকুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে এবং যুগান্তর প্রতিনিধি জিয়াউর রহমান লিটনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক অমরচাঁদ দাস, লোকজ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ও দিরাই সাংস্কৃতিক জোটের আহবায়ক বিষ্ঞুপদ দাস, কুলঞ্জ ইউনিয়নের সাবেক কমান্ডার শুভেন্দু দাস, পৌর কাউন্সিলর এবিএম মাসুম প্রদিপ, সবুজ মিয়া, উপজেলা খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সামাদ, দিরাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক কালের কন্ঠের দিরাই-শাল্লা প্রতিনিধি আবু হানিফ চৌধুরী, কোষাধ্যক্ষ, ভাটিবাংলা এলপিএস ফাউন্ডেশন পরিচালনা পর্ষদের নির্বাহী সদস্য ও উপজেলা খেলাঘরের সদস্য সচিব প্রশান্ত সাগর দাস ও ইউপি সচিব শুভ দাস, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড রাহাত মিয়া রাহাত,কলম শক্তি ডটকমের সম্পাদক ও অনলাইন প্রেক্লাবের সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ, শিক্ষানুরাগী স্বজন অনুপমচৌধুরী, ব্যবসায়ী মোশারফ মিয়া, হেলু মিয়া, আহমেদ রবিনুর চৌধুরী, খেলাঘর আসরের ঝুটন সুত্রধর, পল্লী চিকিৎসক রবীন্দ্র দাস প্রমুখ ।
যে কোন পরিস্থিতিতে নির্ভীক থেকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অঙ্গীকার নিয়ে ২০০০ সালের ১ ফেব্রুয়ারি যুগান্তরের পথচলা শুর হয়। লক্ষ্যে অবিচল থাকায় পথচলার অল্প দিনের মধ্যেই যুগান্তর দেশের শীর্ষ কাগজে পরিণত হয়। পাঠকসহ দেশবাসির ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে যুগান্তর অভিযাত্রার ১৯ বছর পূর্ণ করে ২০ বছরে পদার্পন করল।