স্টাফ রিপোর্টার::
দক্ষিণ সুনামগঞ্জের দেখার হাওরের বাইঞ্চাখাউড়ি গজারিয়া জলমহাল সেচে মাছ ধরার অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল রোববার খাইক্কারপাড় গ্রামের উলফত উল্লাহ নামের এক ব্যক্তি এই অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার এক ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা গতকাল রোববার সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে শ্যালু মেশিন জব্দ করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার বরাবর দাখিলকৃত অভিযোগ থেকে জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বাইঞ্চাখাউড়ি গজারিয়া জলমহালটি স্বত্ত্ব মামলাধীন রয়েছে। বর্তমানে সরকারের নিয়ন্ত্রণে রয়েছে জলমহালটি। কিন্তু গোবিন্দপুর গ্রামের এক ব্যক্তি রাসেল ও রেনু মিয়া নামের দুই ব্যক্তির কাছে অবৈধভাবে ইজারা দিয়েছেন। এখন ইজারাদাররা শ্যালু মেশিন লাগিয়ে জলাশয় শুকিয়ে মাছ ধরার প্রস্তুতি সম্পন্ন করেছে। এ ঘটনায় এলাকার উলফত উল্লাহ নামের এক ব্যক্তি প্রকৃতি বিনাশী লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিখিত আবেদন করেছেন।
পাগলা ইউনিয়ন অফিসের সহকারি ভূমি কর্মকর্তা রাজিব কান্তি দেবনাথ বলেন, উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়েরের পর আমি ঘটনাস্থল পরিদর্শন করে শ্যালু মেশিন পেয়েছি। আমি মেশিন বন্ধ করার কথা জানিয়েছি।
(ফাইল ছবি)