বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে র্যাবের হাতে এক যুবক আটক হয়েছে। র্যাব তাকে নমুনাপ্রশ্নপত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করার পর পুলিশ সোমবার দুপুরে নাহিম মিয়া (১৯) নামক ওই যুবককে আদালতে প্রেরণের পর আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছে। নাহিম মিয়া তাহিরপুর উপজেলার উজান তাহিরপুর গ্রামের বিপ্লব মিয়ার ছেলে। সে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রশ্নপত্র সংগ্রহ করে টাকার বিনিময়ে বিভিন্নজনের কাছে বিক্রি করছিল বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৯ সূত্রে জানা যায়, নাহিম মিয়া এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জনের কাছে টাকার বিনিময়ে বিক্রি করতো। তবে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিল না থাকলেও অনেক প্রশ্নই হুবহু ছিল বলে র্যাব জানিয়েছে। এই অভিযোগ পেয়ে সুনামগঞ্জ র্যাব অফিসের একটি অভিযানিক দল রোববার রাত ১২টায় তাহিরপুরে অভিযান চালিয়ে নাহিম মিয়ার কাছ থেকে দুটি স্মার্ট মোবাইল ফোন ও দুটি সিমসহ ১৪টি প্রশ্নপত্র উদ্ধার করে। এসব প্রশ্নপত্র দিয়ে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাসেঞ্জারে গিয়ে বিভিন্নজনের কাছে আদান প্রদান করে টাকার বিনিময়ে বিক্রি করছিল। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে এসব ভূয়া প্রশ্নের নমুনাকপিও সংগ্রহ করে র্যাব।
এদিকে নাহিম মিয়াকে গ্রেপ্তারের পর র্যাব মঙ্গলবার সকালে তাকে তাহিরপুর থানায় সোপর্দ করে। তাহিরপুর থানা পুলিশ সোমবার দুপুরে তার বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এনে আদালতে প্রেরণ করেছে।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর বলেন, র্যাব নাহিম মিয়া নামক যুবককে আমাদের কাছে গ্রেপ্তার করে হস্থান্তর করার পর আমরা তাকে আজ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছি। সে ভূয়া প্রশ্নপত্র সরবরাহ করে মানুষকে প্রতারিক করে টাকা নিতো।