স্টাফ রিপোর্টার ::
ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় মালন মিয়া নামের এক ব্যক্তিকে ৫ বছরের কারাদ- দিয়েছেন আদালত। ধর্ষক মালন মিয়া দোয়ারাবাজার উপজেলার গাছগড়া গ্রামের আয়ুব আলীর ছেলে। মঙ্গলবার দুপুরে এই রায় দেন সুনামগঞ্জ দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন।
আদালত সূত্র জানায়, ধর্ষক মালন মিয়া অপরাধ সংঘটনের সময় কিশোর ছিল। ফলে শিশু আইন ১৯৭৪ এর বিধান অনুসারে তাকে কম দ- (৫ বছর) প্রদান করা হয়।
মামলা সূত্রে জানা যায়, দোয়ারাবাজার উপজেলার কুমিল্লা পাড়ার রাঙ্গাওটি গ্রামের কন্যা (১০)কে ভাত খাওয়ানোর কথা বলে মালন মিয়া তার ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে মেয়েটির বড় বোন বাদী হয়ে মালন মিয়ার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। পরবর্তীতে সাক্ষ্য প্রমাণাদি পর্যালোচনা করে আদালত মালন মিয়াকে দোষী সাব্যস্ত করে ৫ বছরের কারাদ- প্রদান করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটির আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর নান্টু রায়। আসামিপক্ষের আইনজীবী ছিলেন মোহাম্মদ শাহ আলম।