স্টাফ রিপোর্টার::
একাদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় হুইপ হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।
মঙ্গলবার জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব এবং সংসদের চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে পাঠানো হয়েছে।
ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, একাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ হুইপ হিসেবে দায়িত্ব পালন করবেন।
হুইপ মনোনীত হওয়র বিষয়টি সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ নিশ্চিত করেছেন।
এদিকে এ ঘটনায় তার সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। তারা তাকে অভিনন্দন জানাচ্ছেন।