স্টাফ রিপোর্টার::
বহুল কাঙ্খিত সুনামগঞ্জ বিদ্যুৎ সাবস্টেশন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুরে ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রটি ভিডিও কনফারেন্সে উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বহুল প্রতিক্ষিত বিদ্যুৎ উপকেন্দ্রটি উদ্বোধন করেন। সুনামগঞ্জের সঙ্গে আরো ৬টি উপকেন্দ্রও উদ্বোধন করেন তিনি।
সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ সচিব আইরিন পারভীন, সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাশ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সেলিম, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ এমরান হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল মোমেন, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সিনিয়র সহ সভাপতি মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সিনিয়র সাংবাদিক আইনুল ইসলাম বাবলু, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমার রাজু, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সহ সভাপতি আমিনুল হক প্রমুখ।