ধর্মপাশা প্রতিনিধি::
ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের খয়েরদিরচর আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষা কেন্দ্র থেকে ওই কেন্দ্রের কেন্দ্র সচিব শামছুল হক সিদ্দিকী, হল সুপার মো. আবদুল খালেক ও কক্ষ পর্যবেক্ষক জয়নাল আবেদীনকে পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিধি বহির্ভূতভাবে নিজ ছেলের কক্ষে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করায় এবং বহুনির্বাচনী অংশের উত্তর প্রস্তুত করে কেন্দ্রের বিভিন্ন কক্ষে সরবরাহ করার ঘটনায় জড়িত থাকায় এই তিনজনের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ইউএনও মোহাম্মদ ওবায়দুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি গতকাল বুধবার সকালে ওই তিনজনের কাছে পাঠানো হয়েছে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সেলবরষ ইউনিয়নের খয়েরদিরচর আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষা কেন্দ্রটি গত মঙ্গলবার সকাল ১১টার দিকে পরিদর্শনে যান উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. আবু তালেব। ওইদিন আল আকাইদ ওয়াল ফিকহ বিষয়ের পরীক্ষায় চলছিল। এ সময় বহুনির্বাচনী অংশের উত্তরপ্রস্তুত করে বিভিন্ন কক্ষে সরবরাহ করার বিষয়টি সন্দেহ হয়। পরীক্ষা চলাকালীন সহকারি কমিশনার (ভূমি) মো. আবু তালেব ওই কেন্দ্রে অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পঙ্কজ কুমার ভট্টাচার্যকে নিয়ে তদন্ত করলে কেন্দ্র সচিব ও হলসুপার জড়িত থাকার বিষয়টির সত্যতা পান। এ নিয়ে ইউএনও’র কাছে প্রতিবেদন জমা দেন সহকারি কমিশনার (ভূমি)। এ অবস্থায় জামিয়া হাতেমিয়া দাখিল মাদ্রাসার সুপারিয়েনডেন্ট ও কেন্দ্র সচিব শামছুল হক সিদ্দিকী, নওয়াগাঁও দাখিল মাদ্রাসার সুপারিয়েনডেন্ট ও কেন্দ্রের হল সুপার মো. আব্দুল মালেককে এবং ওই কেন্দ্রের একটি কক্ষে জামিয়া হাতেমিয়া মাদ্রাসার সহকারি সুপারিয়েনডেন্ট জয়নাল আবেদীনের ছেলে পরীক্ষা দেওয়ায় এবং পরীক্ষা চলাকালীন কোরআন মজিদ, আরবী প্রথম পত্র ও দ্বিতীয় পত্র বিষয়ে ওই কক্ষে দায়িত্ব পালন করায় তাঁকে বহিষ্কার করা হয়েছে।
কেন্দ্র সচিব শামছুল হক সিদ্দিকী বলেন, আমি ৪ ও ৫ ফেব্রুয়ারি এই দু’দিন কেন্দ্র সচিবের পদে দায়িত্ব পালন করেছি। এর আগে অন্য একজন ওই কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেছেন। উত্তরপ্রস্তুত করে কে বা কারা ওই কেন্দ্রের কক্ষগুলোতে সরবরাহ করার বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। একজন পরীক্ষার্থীর কক্ষে শিক্ষক বাবা পরীক্ষা চলকালীন কক্ষ পর্যবেক্ষকের দায়িত্ব পালন করছেন বিষয়টি জানার পর আমি ওই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছি। ঘটনাটি আমি ইউএনও স্যারকে লিখিতভাবে জানিয়েছি।
ইউএনও মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, উপজেলার খয়েরদিরচর আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত শিক্ষকদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ থাকায় ওই তিনজনকে দায়িত্ব থেকে অব্যাহতি ও আগামী তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।