স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের ১০ উপজেলার আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের অনেকেই দলীয় মনোনয়নপত্র কিনে জমা দিয়েছেন। তারা বর্তমানে ঢাকায় অবস্থান করে শেষ পর্যন্ত দলীয় প্রার্থীতা নিশ্চিত করতে নানা প্রান্ত থেকে তদবির অব্যাহত রেখেছেন।
জানা গেছে বৃহষ্পতিবার আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র কিনে জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের তৃণমূল মনোনীত প্রার্থী রেজাউল করিম শামীম, সাবেক উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, তাহিরপুরে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আলকাছ উদ্দিন খন্দকার, সুনামগঞ্জ সদর উপজেলায় জেলা যুবলীগ সভাপতি ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপল, মনীষ কান্তি দে মিন্টু, মোবারক হোসেন, দোয়ারাবাজারে ইদ্রিস আলী বীর প্রতীক, দক্ষিণ সুনামগঞ্জে হাজী আবুল কালাম, বোরহান উদ্দিন দোলন, দিরাইয়ে প্রদীপ রায়, হাফিজুর রহমান তালুকদার, শাল্লায় অবনী মোহন তালুকদার, আল আমীন চৌধুরী, বিশ্বম্ভরপুরে সোলেমান তালুকদার, তাহিরপুরে করুণা সিন্দু চৌধুরী বাবুল, ধর্মপাশায় শামীম আহমদ মুরাদসহ আলোচিত চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন।