স্টাফ রিপোর্টার ::
‘ইশারা ভাষা সকলের অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে ‘বাংলা ইশারা ভাষা দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সুচিত্রা রায়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সফিউল আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাজী নুরুল মোমেন, সমাজকর্মী নূরুর রব চৌধুরী, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক ইব্রাহিম আল মামুন, সমাজকর্মী জাহাঙ্গীর আলম, স্কাউটস সংগঠক মো. বুরহান উদ্দিন, ডা.তানজিল হক, দৃষ্টি প্রতিবন্ধী সমিতির সভাপতি মো. আব্দুর রাজ্জাক, সমাজসেবা কল্যাণ সমিতির সভাপতি সামছুল আলম জুয়েল প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাকপ্রতিবন্ধী মানুষ ইশারার মাধ্যমে তাদের মনের ভাব প্রকাশ করেন। তাদের এ ভাষাকে আমাদের বুঝে নিতে হবে।