1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৩৪ পূর্বাহ্ন

সদরে চপল, ছাতকে ফজলু, ধর্মপাশায় মুরাদসহ আ.লীগের ৮৭ চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত!

  • আপডেট টাইম :: শনিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৯, ৫.৩৪ এএম
  • ৩২৩ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সুনামগঞ্জ সদরে খায়রুল হুদা চপল, ধর্মপাশায় শামীম আহমদ মুরাদ ও ছাতকে ফজলুর রহমানসহ সারা দেশে ৮৭ চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আগামী ১০ মার্চ অনুষ্ঠেয় ৮৭টি উপজেলায় চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। আজ শনিবার তাদের নাম ঘোষণা করা হতে পারে বলে বিশ্বস্থ সূত্রে জানা গেছে।
গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এসব প্রার্থী চূড়ান্ত হয়। মনোনয়ন বোর্ডের একাধিক সদস্য দেশ রূপান্তরকে আরও জানান, নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদ উন্মুক্ত রাখার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
চূড়ান্ত মনোনয়ন পাওয়া ৮৭ জনের মধ্যে ৬০ জনের নাম জানতে পেরেছে দেশ রূপান্তর। তারা হলেন তেঁতুলিয়ার কাজী মাহমুদুর রহমান, দেবীগঞ্জের হাসানুজ্জামান চৌধুরী জজ, বোদার ফারুক আলম, আটোয়ারীর তহিদুল ইসলাম, নীলফামারী সদরের শাহেদ মাহমুদ, ডোমারের তোফায়েল আহম্মেদ, ডিমলার তবিবুল ইসলাম, সৈয়দপুরের মোখসেমুল মোমিন, কিশোরগঞ্জের জাকির হোসেন বাবুল, জলঢাকার আনসার আলী মিন্টু, লালমনিরহাট সদরের নজরুল হক পাটওয়ারী, পাটগ্রামের রুহুল আমিন বাবুল, হাতিবান্ধার লিয়াকত হোসেন, আদিতমারীর রফিকুল আলম, কালিগঞ্জের মাহবুবুজ্জামান আহম্মেদ, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীর মজিবুর রহমান, উলিপুরের গোলাম হোসেন মন্টু, রৌমারীর শওকত আলী সরকার, ফুলবাড়ীর আতাউর রহমান, বাজিতপুরের আবু নুর মোহাম্মদ আকতারুজ্জামান, কুড়িগ্রাম সদরের আমানুদ্দিন আহম্মেদ, জয়পুরহাট সদরের এসএম সোলাইমান আলী, পাঁচবিবির আলমগীর শহীদ ম-ল, আক্কেলপুরের আবদুস সালাম আকন্দ, কালাইয়ের মাহফুজুর রহমান, ক্ষেতলালের মোস্তাকিম ম-ল, পবার মনসুর রহমান, তানোরের লুৎফর হায়দার রশিদ, পুঠিয়ার হিরা বাচ্চু, দুর্গাপুরের নজরুল ইসলাম, বাঘার মো. লায়েক উদ্দিন, নাটোর সদরের শরীফুল ইসলাম রমজান, গুরুদাসপুরের জাহিদুল ইসলাম, বাগাতিপাড়ার সেকান্দার রহমান, সিংড়ার শফিকুল ইসলাম, বড়াইগ্রামের সিদ্দিকুর রহমান পাটওয়ারী, নাগপুরের ইসহাক আলী, সিরাজগঞ্জ সদরের রিয়াজ উদ্দিন, কাজীপুরের খলিলুর রহমান সিরাজ, রায়গঞ্জের ইমরুল হোসেন, খালিয়াজুরীর গোলাম কিবরিয়া জোয়ারদার, দুর্গাপুরের ইমরুল হক খান, মোহনগঞ্জের শহীদ ইকবাল, বারহাট্টার গোলাম রসুল তালুকদার, কলমাকান্দার আবদুল খালেক, মদনের হাবিবুর রহমান, পূর্বধলার জাহিদুল ইসলাম সুজন, কেন্দুয়ার নুরুল ইসলাম, হবিগঞ্জ সদরের মশিউর রহমান শামীম, নবীগঞ্জের আলমগীর চৌধুরী, লাখাইয়ের মশিউর আলম আজাদ, বাহুবলের আবদুল হাই, মাধবপুরের আতিকুর রহমান, চুনারুঘাটের আবদুল কাদির লস্কর, আজমিরীগঞ্জের মর্তুজা হাসান, বানিয়াচংয়ের আবুল কাশেম, শায়েস্তাগঞ্জের আবদুল রশিদ ইকবাল, সুনামগঞ্জ সদরের খাইরুল হুদা, ধর্মপাশার শামীম আহম্মেদ মুরাদ ও ছাতকের ফজলুর রহমান।

নির্বাচন কমিশন এবার পাঁচ ধাপে দেশের ৪৯২টি উপজেলার মধ্যে ৪৮০টিতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে।
এর মধ্যে ১০ মার্চ প্রথম ধাপে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগের ৮৭ উপজেলায় ভোট হবে। প্রথম ধাপে মনোনয়নপত্র জমার শেষ সময় ১১ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই হবে ১২ ফেব্রুয়ারি, প্রত্যাহারের শেষ দিন ১৬ ফেব্রুয়ারি। মার্চ মাসেই পরবর্তী চারটি ধাপের ভোটগ্রহণ হবে। দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ, চতুর্থ ধাপে ৩১ মার্চ হবে ভোট। পঞ্চম ও শেষ ধাপের ভোট হবে ১৮ জুন।
(তথ্যসূত্র দেশরূপান্তর)

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!