স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া সমর্থক ও শুভানুধ্যায়ীদের নিয়ে আবারও উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার বিকেলে তিনি তার পিতা এডভোকেট আফতাব উদ্দিনসহ সুধীজনদের নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে মনোনয়নপত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট মতিউর রহমান পীর, এডভোকেট ও পিপি ড. খায়রুল কবির রোমেন, জেলা পরিষদ সদস্য শাম্মী আক্তার, লক্ষণশ্রী ইউপি চেয়ারম্যান আব্দুল অদুদ, মোহনপুর ইউপি চেয়ারম্যান নূরুল হক, এডভোকেট মিজানুর রহমান মিজান, শামীম আহমদ, যুবলীগ নেতা সরোয়ারসহ বিভিন্ন এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।