ছাতক প্রতিনিধি::
সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা-২ (ছাতক) এর দ্বীবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার গোবিন্দগঞ্জ আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
নির্বাচনে পরিচালক পদে সুয়েবুর রহমান সোয়েব বৈদ্যুতিক পাখা মার্কায় ১৯০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান পরিচালক পীর মোহাম্মদ আলী মিলন পেয়েছেন ৫৯ ভোট। সকাল থেকে এক প্লাটুন পুলিশ, র্যাব ও ভ্রাম্যমাণ আদালতের পর্যবেক্ষণের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ভোটারদের স্বতস্ফুর্ত অংশগ্রহন লক্ষ্য করা যায়। এদিকে বিপুল ভোটে নির্বাচিত হয়ে সকল ভোটার ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নব নির্বাচিত পরিচালক সুয়েবুর রহমান সোয়েব।