স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের শরিফপুর গ্রামে শিশুদের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে আফরোজ মিয়া চৌধুরী নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আফরোজ মিয়া চৌধুরীর আতœীয় কয়েকজন শিশু পার্শবর্তী আব্দুল হকের আতœীয় কয়েকজন ছেলের সঙ্গে ক্রিকেট খেলছিল। এ নিয়ে শিশুদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। এ বিষয়ে আফরোজ মিয়া চৌধুরী আব্দুল হকের বাড়িতে গিয়ে শিশুদের ঝড়ার বিষয়ে কথা বলার এক পর্যায়ে আঙ্গুরা বেগম নামের এক নারী তার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
দিরাই থানার ওসি আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।