তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুরে নৌপথে এক কয়লা আমদানিকারকের প্রায় সোয়া চার লাখ টাকার কয়লা ডাকাতি করে নিয়ে গেছে একদল দুবৃক্ত। সোমবার দিবাগত মধ্যরাতে উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের সুলেমানপুরের পাটলাই নদীর কানামুইয়া জলমহাল সংলগ্ন নৌ পথে ইঞ্জিন চালিত (বড় ট্রলার) নৌকা থেকে সোয়া চার লাখ টাকা মুল্যের ২২ মেট্রিকটন কয়লা ডাকাতি করে নিয়ে যায় দুবৃক্তরা।’
ডাকাতি হওয়া নৌকায় থাকা চলনদার উপজেলার টেকেরঘাটের বাসিন্দা হাসিম মিয়া মঙ্গলবার জানান, বড়ছড়া শুল্ক ষ্টেশনের কয়লা আমদানিকারক রিয়াজ উদ্দিনের ডিপো থেকে এলসিকৃত ১০৮ মেট্রিক টন কয়লা বোঝাই করে নৌকাটি বালিয়াঘাট পাটলাই নদী থেকে সুনামগঞ্জের ব্রাম্মণগাঁও ইট খলার উদ্দেশে রবিবার ছেড়ে যায়।
তিনি আরো বলেন, নৌ পথ শুকিয়ে যাওয়ায় পরদিন সোমবার রাতে নৌকাটি সুলেমানপুরের পাটলাই নদীর কানাম্ইুয়া জলমহাল এলাকা সংলগ্ন নৌ পথে রাতে নোঙ্গর করে রাখা হয়। এরপর একদল ডাকাত মধ্যরাতে অপর একটি ট্রলারে করে এসে দেশীয় অস্ত্র নিয়ে কয়লা বোঝাই নৌকায় উঠে আমাকে, নৌকার মাছি ও সুকানী সহ চারজনকে রামদার মুখে জিম্মি করে নৌকার ক্যাবিনের ভেতর তালাবদ্ধ করে রেখে প্রায় দু’ঘন্টায় ২২ মেট্রিক টন কয়লা লুটে নিয়ে যায়।
মঙ্গলবার সন্ধায় কয়লা আমদানিকারক উপজেলার পুটিয়া গ্রামের রিয়াজ উদ্দিন বলেন, ডাকাতি হওয়া কয়লা মুল্য প্রায় সোয়া চার লাখ। তিনি আরো বলেন, বিষয়টি নিয়ে আমি থানায় অভিযোগ করতে গেলে এলাকার বিশিষ্ট লোকজন এ ঘটনা নিষ্পক্তির আশ্বাস দেন।
উপজেলার বড়ছড়ার অপর কয়লা আমদানিকারক জয়নাল আবেদীন বলেন , গত ৭ ফ্রেব্রুয়ারি রাতে পাটলাই নদী থেকে একই কায়দায় একদল ডাকাত আমার কয়লা বোঝাই নৌকা থেকেও প্রায় ৩ লাখ ৮৭ হাজার টাকা মুল্যের ২০ মেট্রিক টন কয়লা ডাকাতি করে নিয়ে যায়।