বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খায়রুল হুদা চপলের দলীয় মনোনয়ন বাতিল করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেনকে নতুন করে মনোনয়ন দেওয়ায় দিনভর গুঞ্জন ছিল। এই সময়ে এসে শক্তিশালী প্রার্থীর মনোনয়ন বাতিল করে তুলনামূলক দুর্বল প্রার্থী বাছাই করায় কর্মীরাও নানা কথা বলতে শুরু করেন। তারা অনেকে নির্বাচনী বিধি নিয়েও প্রশ্ন তুলে জানান, এই সময়ে এসে মনোনয়ন বাতিলের আইনী সুযোগ নেই। সারাদিন দুই পক্ষের দৌড়ঝাঁপ ও নানা নাটকীয়তা শেষে সন্ধ্যায় কেন্দ্রীয় আ.লীগের একাধিক সূত্র জানিয়েছে আ.লীগ মনোনীত প্রার্থী খায়রুল হুদা চপলই থাকছেন।
এদিকে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন পরিচালনা ম্যানুয়েল অনুযায়ী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন করে মনোনয়ন দেওয়ার সুযোগ নেই। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন পরিচালনা ম্যানুয়েল মতে ‘শর্ত থাকে যে, কোন রাজনৈতিক দল কোন উপজেলা পরিষদ চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান পদে একাধিক ব্যক্তিকে মনোনয়ন প্রদান করিতে পারিবেনা, একাধিক ব্যক্তিকে মনোনয়ন প্রদান করিলে সংশ্লিষ্ট উপজেলা পরিষদে উক্ত দলের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলিয়া গণ্য হইবে’। আরো শর্ত থাকে যে, সংশ্লিষ্ট রাজনৈতিক দল উহার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম, পদবি, নমুনা স্বাক্ষরসহ একটি পত্র তপসিল ঘোষণার ৭ দিনের মধ্যে রিটার্নিং অফিসারের নিকট এবং উক্ত পত্রের একটি অনুলিপি নির্বাচন কমিশনেও প্রেরণ করিবে’। তাই নির্বাচনী বিশ্লেষকদের মতে আইনগতভাবে ১২ ফেব্রুয়ারি এসে প্রার্থী বদলের আইনগত কোন সুযোগ নেই।
এদিকে নূরুল হুদা মুকুটের রাজনৈতিক প্রতিপক্ষ দলীয় সভানেত্রী শেখ হাসিনার কাছে ভুল তথ্য দিয়ে প্রার্থী বদলের জোরালো অনুরোধ জানানোয় তিনি প্রার্থী বদলের নির্দেশনা দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন তার সমর্থকরা। গত ৭ ফেব্রুয়ারি দলীয় প্রার্থী হিসেবে খায়রুল হুদা চপলকে মনোনয়ন দেওয়ার পর তিনি নিয়মানুযায়ী দলীয় মনোনয়নপত্র জমা দিয়ে বাছাইয়েও উত্তীর্ণ হন। গত ১২ ফেব্রুয়ারি বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকতা দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে কাগজও প্রেরণ করেন। কিন্তু গতকাল বুধবার সকালেই গুঞ্জন শুরু হয় নানা অভিযোগের প্রেক্ষিতে খায়রুল হুদা চপলের মনোনয়ন বাতিল করা হয়েছে। মোবারক হোসেনের মনোনয়নপত্রের কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেন তার সমর্থকরা। এই খবরের পরেই খায়রুল হুদা চপলের পক্ষ থেকেও জোরালো তদবির শুরু করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা। শেষ পর্যন্ত শেখ হাসিনা দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে খায়রুল হুদা চপলের প্রার্থীতা বহালের নির্দেশনা দেন বলে জানা গেছে। এই খবর সুনামগঞ্জে এসে পৌছার পরই খায়রুল হুদা চপলের সমর্থকরা জেলা শহরে আনন্দ মিছিল করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
দ্বিতীয় দফায় দলীয় মনোনয়নপ্রাপ্ত মোবারক হোসেন বলেন, দলীয় সভানেত্রী শেখ হাসিনা আমাকে পুনমূল্যায়ণের মাধ্যমে দলীয় মনোনয়ন দিয়েছেন।
খায়রুল হুদা চপল বলেন, আইনগতভাবে আমার অনুকুলেই প্রতীক বরাদ্দের কথা। আমি সেই লক্ষ্যে প্রচারণাও চালিয়ে যাচ্ছি। মাঝপথে একটি চক্র আমার মনোনয়ন বাতিলের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। জননেত্রী শেখ হাসিনা আমার প্রার্থীতাই বহাল রেখেছেন।