জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে নুর হাসান (১৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মীরপুর ইউনিয়নের মীরপুর গ্রাম থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে জগন্নাথপুর থানা পুলিশ। সে মীরপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।
পুলিশ ও পরিবারের লোকজন জানান, প্রতিদিনের মতো গত বুধবার রাতে খাওয়া-দাওয়া শেষে নিজ শয়নকক্ষে ঘুমাতে যায় নুর হাসান। সকালের দিকে ঘুম থেকে ওঠতে দেরি হচ্ছে দেখে পরিবারের লোকজন তার ঘরের দরজায় ডাকাডাকি করেও কোন সারাশব্দ না পেয়ে ঘরের দরজায় খুলে দেখতে পান ওপরের সিলিং ফ্যানের সঙ্গে বিছানার চাদর দিয়ে গলায় ফাঁস লাগালো অবস্থায় তার নিতর দেহ ঝুলে আছে।
জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার সুনামগঞ্জ মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে গলায় ফাসঁ দিয়ে আত্মহত্যা করেছে যুবক। তার গলায় ফাঁসের দাগও রয়েছে। তারপরও ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে মৃতে্যুর কারণ।