স্টাফ রিপোর্টার::
তাহিরপুর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত একক প্রার্থী করুণা সিন্ধু চৌধুরী বাবুলে মাতোয়ারা হাওর উপজেলা তাহিরপুর। প্রতিদিনই গ্রামে গ্রামে ঘুরছেন তিনি। উন্নয়ন ও পরিবর্তনের কথা শুনাচ্ছেন ভোটারদের। প্রাঞ্জল ভাষায় গঠনমূলক বক্তব্যে ভোটাররাও সন্তুষ্ট।
নেতাকর্মীরা জানিয়েছেন তৃণমূল, উপজেলা ও জেলা থেকে দলীয় প্রার্থী হিসেবে জেলার ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা করুণা সিন্ধু চৌধুরী বাবুলের নাম পাঠানো হয়নি। কিন্তু কেন্দ্রীয় আওয়ামী লীগ তার দলের প্রতি আতœত্যাগ ও মূল্যায়ণ দেখে দলীয় মনোনয়ন দেয়। এতে তৃণমূল নেতাকর্মীরা উজ্জীবিত হন।
করুণা সিন্ধু চৌধুরী বাবুলও তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীসহ সর্বস্তরের দলীয় নেতাকর্মীদের আশির্বাদ নিয়ে মনোনয়ন পাওয়ার পরই মাঠে নেমেছেন। তার সঙ্গে ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতারা প্রচারণায় যুক্ত হয়েছেন। আওয়ামী লীগ করেন না এমন নিরপেক্ষ মানুষও উচ্চশিক্ষিত, বিনয়ী ও প্রতিশ্রুতিশীল এই নেতাকে ভালোবেসে গ্রহণ করেছেন। তাকে সমর্থন দিয়ে তাদেরকেও প্রচারণায় যুক্ত হতে দেখা গেছে। বাবুল গ্রামকে শহরে পরিণত করার সরকারি ভিশন তুলে ধরেছেন তৃণমূলে। তার চিত্তাকর্ষক বক্তব্য উজ্জীবিত হচ্ছেন ভোটাররা।
করুণা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, আমি জননেত্রী শেখ হাসিনার আশির্বাদ ও সমর্থন নিয়ে আ.লীগের প্রার্থী মনোনীত হয়েছি। আমাকে দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সহযোগিতা করছেন। সকলের সহযোগিতায় অবশ্যই আমরা কাঙ্খিত বিজয় লাভ করব।