ছাতক প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী, দলটির ছাতক উপজেলার সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান বলেছেন, সরকারের উন্নয়নের সাথে তৃণমূলের অবকাঠামোগত উন্নয়নের সমন্বয় রাখতে নৌকা প্রতিকের বিজয়ের বিকল্প নেই। তিনি জনসভায় নৌকা প্রতীকে ভোট দিতে সকলের প্রতি অনুরোধ জানান।
বৃহস্পতিবার বিকালে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে নৌকা মার্কার সমর্থনে এক মতবিনিময় সভায় তিনি বলেন, বঙ্গবন্ধু তনয়ার নেতৃত্বে টানা তৃতীয়বারের মত সরকার গঠন করেছে আওয়ামীলীগ। এবারের নির্বাচনে আমাদের ইশতেহারে ছিলো গ্রামকে শহরে রুপান্তরিত করা হবে। গ্রামের সাথে শহরের ব্যবধান কমিয়ে আনা হবে। শহরের সুবিধা গুলো গ্রামের মানুষ ভোগ করবে। উন্নয়ন সমন্বিত হবে এই সমন্বয়ের জন্য আগামী উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা মার্কার বিজয়ের কোনো বিকল্প নেই।
তিনি বলেন বঙ্গবন্ধু কন্যা এবং ছাতক দোয়ারাবাজার থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক আমার উপর আস্তা রেখে স্বাধীনতার প্রতিক নৌকা মার্কায় নির্বাচন করার সুযোগ দিয়েছেন ১০ মার্চ নির্বাচনে এলাকার উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে নৌকা প্রতিকের বিজয় নিশ্চিত করে এই আস্তার প্রতিদান দেওয়ার আহ্বান জানান।
এসময় সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল আমিন, বর্তমান ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, ইউপি আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আব্দুল খালিক প্রমুখ।