বিশেষ প্রতিনিধি::
পানিসম্পদ মন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওরের ফসলরক্ষা বাধ নিয়ে খুবই চিন্তিত। তিনি হাওরের সলরক্ষা বাঁধ যথাযথভাবে নির্মাণের জন্য আমাদের উপর দায়িত্ব দিয়েছেন। উনি যে রকম চাচ্ছেন আমরা সেরকম করতে পারব ইনশাল্লাহ। তিনি যেভাবে চাচ্ছেন আমরা সেভাবেই কাজ করছি। শুক্রবার সুনামগঞ্জের কয়েকটি হাওরের ফসলরক্ষা বাধের কাজ পরিদর্শন করে দুপুর পোনে তিনটায় সুনামগঞ্জ সার্কিট হাউসে মতবিনিময় সভায় এ কথা বলেন।
তিনি আরো বলেন, আমি আশা করি ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ হয়ে যাবে। আপনারা নিশ্চিত থাকতে পারেন। কাজে কোন গাফিলতি সহ্য করা হবেনা।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মোহাম্মদ বরকতুল্লাহ খান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খুশি মোহন সরকার, মো. আবু বকর সিদ্দিক ভূইয়া প্রমুখ।