স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনীষ কান্তি দে মিন্টু মোহনপুর, কাঠইর ও লক্ষণশ্রী ইউনিয়নের বিভিন্ন গ্রামে দিনভর গনসংযোগ করেছেন। এসব ইউনিয়নের অন্তত ১০টি গ্রামে তিনি শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত গণসংযোগ ও পথসভা করেছেন। তিনি বিভিন্ন গ্রামের মুরুব্বিদের সঙ্গে দেখা করে তাদের প্রার্থনা কামনা করেন।
মনীষ কান্তি দে মিন্টু শুক্রবার মোহনপুর ইউনিয়নের বৈষভেড়, নরুল্লা, পুরাতন পৈন্দা, কাঠইর ইউনিয়নের দেওয়াননগর, লক্ষণশ্রী ইউনিয়নের নীলপুর রাবারবাড়িসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। এ সময় তার সঙ্গে স্থানীয় মুরুব্বী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সুধীজন উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান প্রার্থী মনীষ কান্তি দে মিন্টু বলেন, আমি তিনটি ইউনিয়নের ৮-১০টি গ্রামে শুক্রবার গণসংযোগ করেছি। এলাকার প্রবীণ মুরুব্বি, তরুণ ও নারীরা আমাকে আশির্বাদ করেছেন। তারা আমাকে প্রকাশ্যে সমর্থন দিয়ে কাজ করে যাওয়ার পরামর্শ দিয়েছেন।