স্টাফ রিপোর্টার::
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খায়রুল হুদা চপল তার জন্মস্থান শহরের তেঘরিয়া এলাকায় উঠান বৈঠক করেছেন। শুক্রবার রাতে শহরের তেঘরিয়া এলাকায় অনুষ্ঠিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন সেলিম উদ্দিন।
সদর যুবলীগের সভাপতি এসহানুল হক উজ্জ্বলের পরিচালনায় বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ মনোনীত সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী খায়রুল হুদা চপল, বিশিষ্ট সাংবাদিক পীর হাবিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শামছুল হক, আবুল হোসেন, জিয়াউল হক, পৌর কাউন্সিলর স্বপন আহমদ, সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, জেলা পরিষদের সদস্য তারিক হাসান দাউদ, সাবেক ছাত্র নেতা বেলায়েত হোসেন, নিজাম উদ্দিন, শামীম চৌধুরী, মস্তাক আলী, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম উকিল, যুবলীগ নেতা ফুয়াদ আহমদ প্রমুখ।
সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী খায়রুল হুদা চপল বলেন, আমার বড় ভাই নুরুল হুদা মুকুট সব সময় আপনাদের পাশে ছিলেন। তিনি যখন জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছিলেন প্রথমেই এই তেঘরিয়ার ঈদগাহ ময়দানের উন্নয়নে হাত দিয়েছেন। তিনি কবরস্থানে মাটি ভরাট করে কবরস্থানকে একটি সুন্দর কবরস্থান তৈরির চেষ্টা করে যাচ্ছেন। আমিও তার পথ অনুসরণ করে আমৃত্যু আপনার পাশে থাকব।
খায়রুল হুদা চপল আরো বলেন, আমাকে দল থেকে মনোনয়ন দেওয়ার পর কিছু দুষ্টু প্রকৃতির লোক আমাকে মনোনয়ন থেকে প্রত্যাহারের চেষ্টা করেছে। তারা কখনো সুনামগঞ্জের উন্নয়ন চায় নি। তারা সব সময় ক্ষমতায় থেকে তার অপব্যবহার করেছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানী যাওয়ার আগে আমাকে দল থেকে চূড়ান্ত মনোনয়ন দিয়ে গেছেন। তার পরদিন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেছেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদে আওয়ামী মনোনীত প্রার্থী খায়রুল হুদা চপল। তাই আমি আপনাদের সবার কাছে অনুরোধ করবো আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে হয়ে নৌকা প্রতীককে জয়ী করুন। আপনারাই আমার শক্তি।