ছাতক প্রতিনিধি::
ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী দলটির উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমানকে সমর্থন দিয়েছেন নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আওয়ামীলীগ নেতা আওলাদ আলী রেজা।
শুক্রবার সন্ধ্যায় দুই প্রার্থীকে কে এক করে আওয়ামীলীগের একক প্রার্থী হিসাবে ফজলুর রহমানের নৌকা প্রতিকে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
আগামী রবিবার একটি কমিউনিটি সেন্টারে দলীয় নেতাকর্মীদের জড়ো করে আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থীতা প্রত্যাহার করা হবে।
এব্যাপারে আওলাদ আলী রেজা জানান, আওয়ামীলীগ, নৌকা প্রতিক এবং স্থানীয় সংসদ সদস্যের প্রতি আনুগত্য প্রকাশ করে তিনি নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন। আগামী রবিবার নেতাকর্মীদের সকলের আনুষ্ঠানিকভাবে তিনি নৌকা প্রতিকের পক্ষে কাজ করার আহ্বান জানাবেন।
সাংসদ মুহিবুর রহমান মানিক জানান, দলের স্বার্থে এলাকার উন্নয়নের স্বার্থে আওলাদ আলী রেজার এই ত্যাগ নিসন্দেহে প্রশংসনীয়। নিশ্চয়ই দল থাকে একদিন মূল্যায়ন করবে।