স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সরকারি কলেজ প্রতিষ্ঠার৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান-২০১৯ এর রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন সুনামগঞ্জ শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি চত্বরে অস্থায়ী ক্যাম্প করে কার্যক্রম পরিচালনা করছেন সংশ্লিষ্টরা। প্রতিদিনই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে ভিড় জমাচ্ছেন প্রাক্তন শিক্ষার্থীরা। প্রাক্তন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে অনুরোধ জানিয়েছেন উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
প্রতিদিন শহিদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি চত্বরে বিকেল ৪ টা থেকে রাত ৯ টা পর্যন্ত রেজিস্ট্রেশন করার ব্যবস্থা করেছেন সংশ্লিষ্টরা। জনপ্রতি ১ হাজার টাকা এবং পরিবারের সদস্যপ্রতি ৫০০ টাকা করে নেওয়া হচ্ছে রেজিস্ট্রেশনে। রেজিস্ট্রেশন কার্যক্রমে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্ধুদ্ধ করতে দেশ বিদেশে প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে সংযোগ স্থাপন করেছেন উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। তারা সবাইকে নিজ নিজ জায়গা থেকে এ বিষয়ে কাজ করার অনুরোধ জানিয়েছেন।
সুনামগঞ্জ সরকারি কলেজ প্রতিষ্ঠার ৭৫ বছর: প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ২০১৯ উদযাপন পরিষদের সদস্য সচিব রুহুল তুহিন বলেন, সুনামগঞ্জ শহরের শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত রেজিস্ট্রেশন করার ব্যবস্থা রয়েছে।